ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাটে ভূমি অধিগ্রহণ শাখায় দালালি, এক ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
বাগেরহাটে ভূমি অধিগ্রহণ শাখায় দালালি, এক ব্যক্তির কারাদণ্ড

বাগেরহাট: বাগেরহাট জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সামনে থেকে বাবুল হাওলাদার (৪৬) নামের এক দালালকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মমতাজ বেগম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল হাওলাদারের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলা দক্ষিণ সাউথখালী গ্রামে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয়ের সামনে অহেতুক ঘোরা-ফেরা করছিলেন বাবুল। সন্দেহ হলে কর্মকর্তারা তাকে জিজ্ঞাসা করেন। এসময় তিনি অসলগ্ন কথাবার্তা বলেন। একপর্যায়ে শরণখোলা উপজেলার স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা যায় যে তিনি অধিগ্রহণ হওয়া ভূমির মালিকদের টাকা পাইয়ে দেওয়ার নামে অর্থের বিনিময়ে দালালি করেন। পরে অভিযোগ প্রমাণ হওয়ায় দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৯ ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা,  মার্চ ০৯, ২০২১
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।