ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

বাকপ্রতিবন্ধী নারীকে গাড়ি থেকে ধাক্কা: চালক-হেলপার রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
বাকপ্রতিবন্ধী নারীকে গাড়ি থেকে ধাক্কা: চালক-হেলপার রিমান্ডে

ঢাকা: কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের বাসচালক মো. সবুজ (২৫) ও হেলপার নাহিদকে (১৯) দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ মার্চ) বিকেলে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাইরুজ তাসনীম রিমান্ডের আদেশ দেন।

এ দিন মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

গত ৯ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ কুচিয়ামারা ব্রিজ এলাকা থেকে সকালে আসামিদের আটক করে র‌্যাব। সেই সঙ্গে বাসটিও জব্দ করা হয়।

গত ৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এন মল্লিক পরিবহনের একটি বাস থেকে ছুঁড়ে ফেলা হয় বোরকা পরা বাকপ্রতিবন্ধী ওই নারীকে। মাটিতে পড়ে তিনি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন। পরে স্থানীয়রা গিয়ে ওই প্রতিবন্ধী নারীকে মাটি থেকে তোলেন। ওই বাসের নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। বাসটি ঢাকা-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।