ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

বাঘের হাড়সহ গ্রেফতার চীনা নাগরিক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
বাঘের হাড়সহ গ্রেফতার চীনা নাগরিক কারাগারে

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্হিগমন টার্মিনাল এলাকা থেকে বাঘের হাড়সহ গ্রেফতার চীনা নাগরিক শু শাংজিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এ আদেশ দেন।

এদিন বিকেলে মামলাটির তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সুমন পারভেজ আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

গত ১০ মার্চ রাত ১১টার সময় বিমানবন্দরের বর্হিগমন টার্মিনালের ৬ নম্বর গেটের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন শাংজি। এ সময় তাকে আর্মড পুলিশ অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে তল্লাশি করে চারটি বাঘের হাড় পাওয়া যায়। দু’টি টি-ব্যাগ জোড়া লাগিয়ে টি-ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো।

জিজ্ঞাসাবাদে শাংজি জানান, মনসুর আলী নামে এক ব্যক্তির কাছ থেকে সে হাড়গুলো সংগ্রহ করেছে চীনে নিয়ে যেতে। তার সঙ্গে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের মুদ্রা ছিল।

এ ঘটনায় বিমানবন্দর থানায় তাকে সোপর্দ করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।