ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
বরিশালে নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক মামলায় জাহানারা বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাহানারা সাতক্ষীরা জেলা সদর উপজেলার দক্ষিণ জুবরিয়া এলাকার দাউদ সরদারের স্ত্রী বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ডিএডি আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ জাহানারাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে জাহানারা বিভিন্ন জেলায় মাদক বিক্রির কথা স্বীকার করেন। এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি মডেল থানায় তাকে অভিযুক্ত দেখিয়ে মামলা দায়ের করা হয়।

একই বছরের ১৪ নভেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন আদালতে চার্জশিট জমা দেন।

রাষ্ট্রপক্ষ সাতজনের সাক্ষ্য প্রদান করতে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আসামিকে এ দণ্ড দেন।

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।