ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

রাঙামাটিতে জেএমবি সদস্যের ১০ বছরের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
রাঙামাটিতে জেএমবি সদস্যের ১০ বছরের সাজা মো. শামীম হোসেন গালিব

রাঙামাটি: বোমা বিস্ফোরণ মামলায় মো. শামীম হোসেন গালিব নামে এক জেএমবি সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল এলাহী সোমবার (১৫ মার্চ) সকালে এ রায় ঘোষণা করেন।

আসামি গালিবের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক। সাজাপ্রাপ্ত গালিব সাতক্ষীরা জেলার ইটগাছা ইউনিয়নের মো. তমিজ উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মাধ্যমে আসামিকে সোমবার সকাল ১১টায় আদালতে হাজির করা হয়। দুপুরে রায় ঘোষণার পরপরই তাকে রাঙামাটির আদালত চত্বর থেকে আবারো সামনে পেছনে পুলিশী স্কট দিয়ে চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। আসামি গালিব ইতোমধ্যেই ১৫ বছর ৬ মাসের মতো জেলেই কাটিয়েছেন বলে জানা গেছে।  

২০০১ সালে রাঙামাটি শহরের হোটেল ড্রিমল্যান্ডের সামনে বোমা বিস্ফোরণ মামলায় গালিব একমাত্র আসামি ছিলেন।

জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ২০০১ সালে সারাদেশের মতো রাঙামাটি শহরেও বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় একমাত্র আসামি গালিবের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।