ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় ফেনসিডিল পাচারের দায়ে দু’জনের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
খুলনায় ফেনসিডিল পাচারের দায়ে দু’জনের কারাদণ্ড

খুলনা: খুলনায় ফেনসিডিল পাচারের মামলায় মো. ফয়সাল ওরফে সাগর (২৭) ও জাহাঙ্গীর হোসেন (২৩) নামে দু’জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর দৌলতপুর পাবলা সবুজ সংঘ মাঠের কাছ থেকে পুলিশ ৮০ বোতল ফেনসিডিলসহ আসামিদের গ্রেফতার করে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়।

দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শিহাব উদ্দিন তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১ 
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।