ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

বসুরহাটে সংঘর্ষ: হাইকোর্টে আরো ৭২ জনের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
বসুরহাটে সংঘর্ষ: হাইকোর্টে আরো ৭২ জনের আগাম জামিন

ঢাকা: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় ৭২ জন নেতাকর্মীকে চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, চর পার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক কামরুল ও চরফকিরা ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিনসহ এ ৭২ জন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

সোমবার (২২ মার্চ) আটটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাদের জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ ও ব্যারিস্টার এস এস আরেফিন জুন্নুন।

সংঘর্ষের ঘটনার পর গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও এস আই মাহফুজুর রহমান ২২ ফেব্রুয়ারি মামলা দু’টি দায়ের করেন।

এর আগে হাইকোর্ট গত ১৮ মার্চ ১০৭ জনকে জামিন দিয়েছিলেন। এর মধ্যে বর্তমান মেয়র আবদুল কাদের মির্জার পক্ষের ছিলেন নয়জন। অপরপক্ষের ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানসহ ৯৮ জন।

** কোম্পানীগঞ্জের বসুরহাটে হচ্ছেটা কী?

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।