ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

জঙ্গি সম্পৃক্ততা: ৩ জনকে জামিন দেননি হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
জঙ্গি সম্পৃক্ততা: ৩ জনকে জামিন দেননি হাইকোর্ট ...

ঢাকা: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে দায়ের হওয়া পৃথক মামলায় তিন আসামিকে জামিন দেননি হাইকোর্ট।

সোমবার (২২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ তিনজনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

জামিন আবেদনকারীরা হলেন- আনিছুর রহমান ওরফে আব্দুর রশিদ, মো. নুর হোসেন এবং মনির হোসেন। এরমধ্যে নুর হোসেন তিন মামলায় এবং আনিছুর ও মনির হোসেন একটি করে মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
ইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।