ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর যাবজ্জীবন

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বিহারী পল্লীতে ১৫ বছর আগে প্রথম স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ইসলাম সৃষ্টিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৫ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন এ রায় দেন।

এছাড়া আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এই মামলার অপর তিন আসামি দণ্ডিতের মা বদরুন্নেছা, দ্বিতীয় স্ত্রী বেবী ও বোন বেবীকে (২) খালাস দেন আদালত।  

ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান চৌধুরী এ তথ্য জানান।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার আড়াই বছর আগে ইসলামের সঙ্গে ফারজানার বিয়ে হয়। ২০০৫ সালের ২০ ফেব্রুয়ারি প্রথম স্ত্রী ফারজানাকে শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ফারজানার বাবা রেজা বাদী হয়ে এ মামলা দাযের করেন। ২০০৫ সালের ২৮ জুন মোহাম্মদপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন।  

প্রথমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্যগ্রহণ হয়। পরে মামলাটি বদলি হয়ে এ আদালতে আসে। ২০১৪ সালের ২ এপ্রিল দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে চার্জ গঠনের মাধ্যমে তাদের বিচার শুরু হয়।  

মোট ১২ জন সাক্ষী রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। গত ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে এ মামলার বিচার শেষ হয়।   

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।