ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাগুরায় ধর্মান্তরের আহ্বান, ৪ আসামি ২ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
মাগুরায় ধর্মান্তরের আহ্বান, ৪ আসামি ২ দিনের রিমান্ডে

মাগুরা: মাগুরায় ধর্মান্তরের আহ্বান জানানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় আটক ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মার্চ) পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে ৪ আসামিকে আদালতে হাজির করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মাহাবুবা শরমীন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাগুরা জজ আদালতের পুলিশ পরিদর্শক শহজাহান সিরাজ বাংলানিউজকে জানান, মাগুরার শ্রীপুর উপজেলার ৫ নম্বর দ্বারিয়াপুর ইউনিয়নের চরগোয়ালদাহ ও মালাইনগর গ্রামে গত শুক্রবার রাতের আধারে হেলমেট পরিহিত কিছু অজ্ঞাত ব্যক্তি ৫০টি হিন্দু বাড়িতে ইসলাম ধর্ম গ্রহনের দাওয়াত দিয়ে চিঠি বিলি করে। রাতের বেলায় পরিচয় গোপন রেখে এই ধরনের চিঠি দেওয়ার ঘটনায় ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরদিন শনিবার পুলিশ এ ঘটনায় মুল পরিকল্পনাকারী একই এলাকার ইউসুফ বিশ্বাস ইবনুল ও তার অপর তিন সহযোগী কোরবান আলী, হাবিবুর রহমান ও মোস্তাকিম বিল্লাকে আটক করে।  

এ ঘটনায় চরগোয়ালদহ গ্রামের অসিত মণ্ডল আটক ৪ জনসহ ২১ জনের নামে শ্রীপুর থানায় ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে এনে মামলা দায়ের করেন। পুলিশ আটক চার আসামিকে আদালতের মাধ্যমে রোববার কারাগারে পাঠায়। পরে বুধবার পুলিশ আটক ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মাহাবুবা শারমীন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামীপক্ষের আইনজীবী মুতাসিম বিল্লা মিরু বাংলানিউজকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় পুলিশ ৪ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড নামঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।