ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

দুদকের মামলায় সস্ত্রীক আগাম জামিন চান পিরোজপুরের মেয়র 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
দুদকের মামলায় সস্ত্রীক আগাম জামিন চান পিরোজপুরের মেয়র 

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আগাম জামিন চেয়েছেন পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমান।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের অবকাশকালীন ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে রোববার (২৮ মার্চ) এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ১৮ মার্চ দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় বরিশালে দু’টি মামলা করেন।

একটিতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এ কে এম এ আউয়ালের ভাই বর্তমান পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে আসামি করা হয়েছে।

অপরটিতে জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগে পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তরফদার সোহেল রহমান, পৌরসভার কাউন্সিলর আবদুস সালাম বাতেন, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌরসভার সচিব মাসুদ আলমসহ নিয়োগ পাওয়া ২২ জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে দুই মামলায় মেয়র হাবিবুর রহমান মালেক এবং এক মামলায় তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন।

আরও পড়ুন: সিনিয়র সহকারী সচিবসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
ইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।