ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল-সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল-সমাবেশ সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল-সমাবেশ

ঢাকা: সুপ্রিম কোর্টে মিছিল-সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।  
 
সোমবার (২৯ মার্চ) ‘সারাদেশব্যাপী নিরীহ জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক নির্বিচারে গুলি ও হত্যার প্রতিবাদ’ শীর্ষক এ মিছিল-সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট।


 
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আবদুল জাব্বার ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
 
সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
ইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।