ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

৪ কেজি স্বর্ণ উদ্ধার: আকাশ ঘোষের জামিন প্রশ্নে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
৪ কেজি স্বর্ণ উদ্ধার: আকাশ ঘোষের জামিন প্রশ্নে রুল

ঢাকা: চার কেজি ৪১৫ গ্রাম স্বর্ণ উদ্ধারের ঘটনায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেফতার আকাশ ঘোষের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।  

সোমবার (২৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তমিজ উদ্দিন।

গত বছরের ৮ জুলাই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এই আকাশ ঘোষের দেহ তল্লাশি করে বেশ কয়েকটি স্বর্ণের বার উদ্ধার করে রেলওয়ে পুলিশ। যার ওজন চার কেজি ৪১৫ গ্রাম।

ওইদিন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বাংলানিউজকে জানান, সিলেট থেকে কালনী ট্রেনে করে কমলাপুরে আসেন আকাশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন চার কেজি ৪১৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা।

আরও পড়ুন>>> কমলাপুরে ২ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ এক ব্যক্তি আটক

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
ইএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।