ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

ছাত্র অধিকারের ৩০ নেতাকর্মী রিমান্ড শেষে কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
ছাত্র অধিকারের ৩০ নেতাকর্মী রিমান্ড শেষে কারাগারে

ঢাকা: মোদীবিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীকে দু’দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।  

সোমবার (২৯ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

 

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম আকন্দ। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার এ সময় জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।  

একইদিনে সন্দেহজনকভাবে গ্রেফতার ইলিয়াস মিয়া নামে অপর এক আসামিকে একদিনের রিমান্ডে পাঠানো হয়।  

এর আগে গত ২৬ মার্চ ছাত্র অধিকারের ৩০ নেতাকর্মীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে গত ২৫ মার্চ বিক্ষোভ মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তারা। এরপর ছাত্র অধিকার ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসানসহ ৫১ জনকে আসামি করা হয়। এর মধ্যে ৩১ নেতাকর্মীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১ 
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।