ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

নেত্রকোনার কলেজছাত্রীকে ধর্ষণ-হত্যা: আসামির জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
নেত্রকোনার কলেজছাত্রীকে ধর্ষণ-হত্যা: আসামির জামিন স্থগিত

ঢাকা: নেত্রকোনার এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার আসামি মো. আলমগীর হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ এপ্রিল) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আসামি মো. আলমগীর হোসেন ওরফে নুরুল ইসলামকে গত ২৫ মার্চ জামিন দিয়েছেন হাইকোর্ট। এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০১৯ সালের ২১ আগস্ট নেত্রকোনার তারাকান্দা উপজেলায় ঘুরতে নেওয়ার কথা বলে ওই ছাত্রীকে একটি রুমে নিয়ে কেকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।  

এতে ছাত্রীটি মারাত্মক আহত হয়। পরে মেয়েটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ২৫ আগস্ট মারা যায়।  

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।