ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

জামিন স্থগিত, জেএমবির তৌফিক ডাক্তারকে আত্মসমর্পণের নির্দেশ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
জামিন স্থগিত, জেএমবির তৌফিক ডাক্তারকে আত্মসমর্পণের নির্দেশ 

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০১৮ সালে গ্রেফতার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক ডাক্তারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
 
২০১৮ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এই তৌফিকসহ কয়েকজনকে আটক করে র‌্যাব। বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তৌফিক। পরে তাকে হাইকোর্ট জামিন দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে জামিনে বেরিয়ে যান তৌফিক।

মঙ্গলবার শুনানি শেষে জামিন স্থগিত করে তৌফিককে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।