ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী রিমান্ডে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী রিমান্ডে 

ঢাকা: তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ইমাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার রিমান্ডের এই আদেশ দেন।

 

সোমবার (১২ এপ্রিল) রাজধানীর মগবাজার এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।  

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে রমনা থানা পুলিশ। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে সোমবার সন্ধ্যা সাতটার দিকে মগবাজারের কমিউনিটি ক্লিনিক হাসপাতাল এলাকার রেলগেটের কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
কেআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।