ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মোকাদ্দেস আলী ও আইনজীবী মুহাম্মদ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (১৪ এপ্রিল) পৃথক শোকবার্তায় প্রধান বিচারপতি এ দুই আইনজীবীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

বাংলাদেশ ‘ল’ ক্রনিক্যালসের (বিএলসি) সাবেক এডিটর সৈয়দ মোকাদ্দেস আলী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার হাকিমপুর উপজেলায়।

অপরদিকে, বুধবার সকালে আইনজীবী মুহাম্মদ শামসুল হক (শরিয়তপুর) ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।