ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

এবিটির ২ জনের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
এবিটির ২ জনের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ ...

ঢাকা: মুন্সিগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য সাকিব ও ফাহিমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তিন সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।


 
হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রোববার (১৮ এপ্রিল) এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুায়ল আপিল বেঞ্চ।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
 
২০২০ সালের ৩১ জানুয়ারি মুন্সিগঞ্জ র‌্যাব-২ এ মামলা করে।
 
পরে গত বছরের ৩০ নভেম্বর ওই মামলায় এই দুজনকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তাদের এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে এ দুইজন জামিনে বেরিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
ইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।