ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

আরেক মামলায় রফিকুল মাদানীর ২ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
আরেক মামলায় রফিকুল মাদানীর ২ দিনের রিমান্ড

গাজীপুর: আরেকটি মামলায় রফিকুল ইসলাম মাদানীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার আরেকটি মামলায় বুধবার (২১ এপ্রিল) দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন।

 

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন জানান, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে স্থানীয় মোস্তাফিজুর রহমান বাসন থানায় গত ১১ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হয়। পরে ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাব। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১ 
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।