ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবীদের লাখ টাকা করে দেওয়ার দাবি খন্দকার মাহবুবের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
আইনজীবীদের লাখ টাকা করে দেওয়ার দাবি খন্দকার মাহবুবের খন্দকার মাহবুব হোসেন

ঢাকা: মহামারি করোনা ভাইরোসের দুর্যোগের সময় বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে দেশের সব আইনজীবীদের এক লাখ টাকা থোক বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

বুধবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

 

যিনি একসময় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

বিবৃতিতে খন্দকার মাহবুব হোসেন বলেছেন, করোনা ভাইরাসের কারণে আদালতে মামলা করার সুযোগ পাচ্ছেন না আইনজীবীরা। আর চলমান লকডাউনে অর্থনৈতিকভাবে সংকটের মধ্যে আছেন সব আইনজীবীরা।  

তার মতে, বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের অনুদান দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। করোনা ভাইরাসের সংক্রমণের এই দুর্যোগের সময় বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে সব আইনজীবীদের এক লাখ টাকা থোক বরাদ্দ দেওয়া উচিত। বার কাউন্সিল নিজস্ব ফান্ড থেকে এই অর্থ দিতে পারে। আর ফান্ডের সমস্যা হলে প্রয়োজনে সরকারের কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে আইনজীবীদের পাশে দাঁড়াতে পারে বার কাউন্সিল।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
ইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।