ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

জামিন-জরুরি দরখাস্ত নিষ্পত্তিতে ভার্চ্যুয়ালি বিশেষ আদালত চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
জামিন-জরুরি দরখাস্ত নিষ্পত্তিতে ভার্চ্যুয়ালি বিশেষ আদালত চলবে

ঢাকা: জামিন-অতি জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তি করতে ভার্চ্যুয়ালি বিশেষ জজ আদালত ও বিশেষ বিভাগীয় জজ আদালতের কার্যক্রম পরিচালনা করা যাবে বলে সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির আদেশে বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তাররোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ আদালত জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তি করার উদ্দেশে ভার্চ্যুয়ালি আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।

এ আদেশ আগামী ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।   

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।