ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

ধর্মীয় অনুভূতিতে আঘাত: রাঙামাটির এক যুবকের জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
ধর্মীয় অনুভূতিতে আঘাত: রাঙামাটির এক যুবকের জামিন স্থগিত

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাঙামাটির লংগদু থানা এলাকার সুজন দে’র জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ মঙ্গলবার (২৭ এপ্রিল) এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২০১৭ সালের ৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ উঠে লংগদু উপজেলার মাইনীমুখী বাজারের একটি দর্জির দোকানের কর্মচারী সুজন দে’র বিরুদ্ধে।

পরে সুজন দে’কে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় (বর্তমানে বিলুপ্ত) তার বিরুদ্ধে মামলা হয়।

ওই মামলার বিচার শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল গত বছরের ১৫ অক্টোবর সুজন দে’কে সাত বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সুজন। ওই আপিল বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্ট সুজনকে জামিন দেন।

এরপর কারাগার থেকে মুক্তি পান সুজন। এ অবস্থায় তার জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।