ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

হেফাজত নেতা আইয়ুবী ফের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
হেফাজত নেতা আইয়ুবী ফের রিমান্ডে

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে জিজ্ঞাসাবাদ করতে ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন পল্টন থানার এক মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় পল্টন থানায় করা অপর আরেক মামলায় তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন।  

শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

গত ২২ এপ্রিল ভোরে গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। চলতি বছরের মার্চে মোদীবিরোধী আন্দোলনের সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।