ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

যাত্রাবাড়ীতে মাকে হত্যায় ছেলের স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ৩, ২০২১
যাত্রাবাড়ীতে মাকে হত্যায় ছেলের স্বীকারোক্তি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে পারিবারিক কলহের জেরে মা পারভিন আক্তার (৪৫) হত্যা মামলায় ছেলে মো. সজীব আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।  

সোমবার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ পোদ্দার আসামিকে আদালতে হাজির করেন। এ সময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জবানবন্দি রেকর্ড পূর্বক তাকে কারাগারে পাঠানো হয়।

গত ১ মে রাতে র‌্যাব-১০ এর আভিযানিক দল মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন আড়ালিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সজীবকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে মা পারভিন আক্তারের সঙ্গে সজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজীব তার মায়ের মুখে ইট দিয়ে আঘাত করেন। এতে পারভিন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত পারভিনের আরেক ছেলে লিটন ভূঁইয়া বাদী হয়ে ভাই সজীবের নামে এ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৩, ২০২১
কেআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।