ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

দেওয়ানী আদালতে সাকসেশন মামলা করা যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ৩, ২০২১
দেওয়ানী আদালতে সাকসেশন মামলা করা যাবে

ঢাকা: করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতে স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে শারীরিক উপস্থিতিতে দেওয়ানী আদালতে সাকসেশন মামলা করা যাবে বলে সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি।

সোমবার (৩ মে) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, করোনাজনিত উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি এবং নিরাপদ শারীরিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে অধস্তন দেওয়ানী আদালতে শারীরিক উপস্থিতিতে সাকসেশন মামলা শুনানি ও নিষ্পত্তি করা যাবে। সংশ্লিষ্ট বিচারক স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় সাক্ষ্যগ্রহণপূর্বক সাকসেশন মামলাসমূহ চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ০৩, ২০২১
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।