ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

দেলদুয়ারের ধর্ষণ: আসামি মাসুদকে জামিন দেননি হাইকোর্ট 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মে ৩, ২০২১
দেলদুয়ারের ধর্ষণ: আসামি মাসুদকে জামিন দেননি হাইকোর্ট 

ঢাকা: টাঙ্গাইলের দেলদুয়ারে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলার আসামি মাসুদ রানাকে জামিন দেননি হাইকোর্ট।

সোমবার (৩ মে) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।

গত বছর ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মাসুদ রানাসহ তিনজনের বিরুদ্ধে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, বাদীর মেয়েকে মোবাইলে এসএমএসের মাধ্যমে ডেকে নিয়ে যায় মাসুদ। এরপর তিন আসামি মেয়েকে নৌকায় তুলে বিলের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ মামলায় মাসুদ রানাকে একই বছরের ২৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ০৩, ২০২১
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।