ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

বুধবার ভার্চ্যুয়ালি জামিন পেয়ে কারামুক্ত ১৪৪৭ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, মে ৬, ২০২১
বুধবার ভার্চ্যুয়ালি জামিন পেয়ে কারামুক্ত ১৪৪৭ জন সুপ্রিম কোর্ট

ঢাকা: চলমান ‘লকডাউন’-এর মধ্যে সারাদেশের অধস্তন আদালতে বুধবার (০৫ মে) ভার্চ্যুয়ালি জামিন পেয়েছেন ১ হাজার ৪৪৭ হাজতি।

এ নিয়ে ১৭ কার্যদিবসে মোট ২৯ হাজার ২৯১ হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (০৬ মে) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

এর মধ্যে বুধবার ০৫ মে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে সারাদেশে অধস্তন আদালতে ৩০৮৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১৪৪৭ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

এছাড়া মোট ১৭ কার্যদিবসে ভার্চ্যুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৩৮৮ জন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মে ০৬, ২০২১
ইএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।