ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

৯ দিনের রিমান্ডে নারায়ণগঞ্জে পুলিশ হেফাজতে মামুনুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মে ১৮, ২০২১
৯ দিনের রিমান্ডে নারায়ণগঞ্জে পুলিশ হেফাজতে মামুনুল

নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকে ৯ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুুলিশ।

মঙ্গলবার (১৮ মে) সকালে কঠোর নিরাপত্তায় কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ হেফাজতে আনা হয় মামুনুল হককে।

পুলিশ সুপার (এসপ) জায়েদুল আলম জানান, রয়েল রির্সোটে ভাঙচুর, যুবলীগ নেতার বাড়িতে হামলা ও কথিত স্ত্রীর করা ধর্ষণের ৩ মামলায় ৯ দিনের রিমান্ড আনা হয়েছে মামুনুল হককে। তাকে জজ্ঞিাসাবাদ করা হচ্ছে।

এছাড়া হেফাজতে ইসলামের হরতালে ঢাকা চট্টগ্রাম মহাড়কের নারায়ণগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় আরও ৩টি মামলা মামুনুল হককে আরও ৯ দিনের রিমান্ডে পেয়েছে সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর আরও ৯ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ড শেষে বিস্তারিত জানানো হবে।

গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ১৮, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।