ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

নারিকেলের ভেতরে হেরোইন: মা-মেয়ে রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুন ১০, ২০২১
নারিকেলের ভেতরে হেরোইন: মা-মেয়ে রিমান্ডে

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে নারিকেলের ভেতরে ৪০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার মা সাফিয়া খাতুন (৭০) এবং মেয়ে আসমার (৪০) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান রিমান্ডের এই আদেশ দেন।

 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ পোদ্দার দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।  

আসামিপক্ষে খন্দকার মহিবুর রহমান আপেল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

বুধবার (৯ জুন) রাজধানী ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান চালিয়ে নারিকেলের ভেতরে অভিনব কৌশলে হেরোইন পাচারের সময় মা-মেয়েকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ৪৭৫ টাকা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ১০, ২০২১
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।