ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

রোববার থেকে হাইকোর্টে ভার্চ্যুয়ালি ৩০ বেঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ১২, ২০২১
রোববার থেকে হাইকোর্টে ভার্চ্যুয়ালি ৩০ বেঞ্চ

ঢাকা: আরও ৯টি নতুন বেঞ্চ যোগ হয়ে করোনা মহামারির এই সময়ে হাইকোর্টে রোববার (১২ জুন) থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালানা করবেন ৩০ বেঞ্চ। দ্বিতীয় দফা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিলের পর রোববার থেকে সর্বোচ্চ ভার্চ্যুয়াল বেঞ্চ পাচ্ছেন বিচার প্রার্থীরা।

করোনা মহামারি রোধে এপ্রিল মাসের শুরুতে বিধিনিষেধ আরোপের পর ৪টি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। পরবর্তীতে ২২ এপ্রিল আরও দুটি বেঞ্চ গঠন করা হয়। এরপর ২৯ এপ্রিল আরও তিনটি যোগ করা হয়। এ নয়টি বেঞ্চের পাশাপাশি ২২ মে আরও ৭টি বেঞ্চ গঠন করা হয়।

গত ৩১ মে সোমবার প্রধান বিচারপতি নুতন আদেশ দেন। ওই আদেশে হাইকোর্ট বিভাগে মোট ২১টি বেঞ্চ গঠনে আদেশ দেন।

সব শেষ গত ১০ জুন আরও কয়েকটি নতুন বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। সবমিলিয়ে মোট ৩০টি বেঞ্চ রোববার থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ১২, ২০২১
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।