ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

জামিন জালিয়াতি, আইনজীবী গ্রেফতার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০২১
জামিন জালিয়াতি, আইনজীবী গ্রেফতার  ...

ঢাকা: উচ্চ আদালতের ভুয়া জামিননামা তৈরি করে জামিন জালিয়াতির ঘটনায় ঢাকা কোর্টের এক আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।
 
বুধবার (২৩ জুন) বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।


 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিয়া তারাননুম রাবেয়া মিতি।
 
সংঘর্ষের মামলায় বগুড়ার যুবলীগ নেতা মো. আমিনুল ইসলামসহ ৩০ আসামির ভুয়া জামিননামা তৈরির ঘটনায় সিআইডির প্রতিবেদন আদালতে দাখিলের ৯ জুন হাইকোর্ট ঢাকার ও বগুড়ার দুই আইনজীবীসহ তিনজনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে বুধবার ভুয়া জামিননামা তৈরির অপরাধে করা মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির থাকতে বলা হয়েছিলো।
 
সে অনুযায়ী মামলার তদন্ত পুলিশ ইন্সপেক্টর সুলতান হোসেন আদালতে হাজির হন।  
 
চারজন হলেন, ঢাকা কোর্টের আইনজীবী রাজু আহমেদ রাজীব ও বগুড়া আদালতের আইনজীবী তানজীম আল মিসবাহ, কম্পিউটার অপারেটর মাসুদ রানা ও আইনজীবী সহকারি মো. সোহাগ।  

২৮ এপ্রিল শাহবাগ থানায় মামলাটি করা হয়। পরে সোহাগ গ্রেফতার হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০২১
ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।