ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

জেএমবি সদস্য মাসুদকে আত্মসমর্পণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুন ২৭, ২০২১
জেএমবি সদস্য মাসুদকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন (জেএমবি) সদস্য মাসুদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রোববার (২৭ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২০০৬ সালে জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। এরপর একই সালের ৬ মার্চ সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড ছিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে ময়মনসিংহের মুক্তাগাছার একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় র‌্যাবের ওপর বোমা হামলা চালানো হয়। বোমায় আহত বাংলা ভাইয়ের সঙ্গে জেএমবি সদস্য মাসুদকেও গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাবন্দি ছিলেন মাসুদ।

গত ৭ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান মাসুদ। এরপর তিনি কারামুক্ত হন। পরে তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ২৭, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।