ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

হেফাজত নেতা আজহারুল ফের রিমান্ডে 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ২৯, ২০২১
হেফাজত নেতা আজহারুল ফের রিমান্ডে 

ঢাকা: গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভের সময় সংঘর্ষের ঘটনায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর রিমান্ডের এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষে মো. পারভেজসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

গত ১৫ জুন ভোরে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর গত ১৫ জুন মোদীবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় হওয়া মামলায় তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে গত ২১ জুন তাকে কারাগারে পাঠানো হয়।

কারাগারে থাকা অবস্থায়ই পল্টন থানার এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।