ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

ব্যাংক কর্মকর্তার নির্যাতনের শিকার গৃহকর্মীর জবানবন্দি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুলাই ৩, ২০২১
ব্যাংক কর্মকর্তার নির্যাতনের শিকার গৃহকর্মীর জবানবন্দি

ঢাকা: রাজধানীর ভাটারায় ১৪ বছর বয়সী গৃহকর্মী কুলসুম আক্তার নিজেকে নির্যাতনের কথা জানিয়ে আদালতে জবানবন্দি দিয়েছে।

শনিবার (০৩ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল হোসেন ভুক্তভোগী কুলসুম আক্তারকে আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর কুলসুমকে তার বোন ফাতেমা বেগমের জিম্মায় দেন আদালত।

গত ১ জুলাই কুলসুমকে নির্যাতনের অভিযোগে তার বোন ফাতেমা বেগম ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আসাদুর রহমান আরিফ এবং তার স্ত্রী মাহফুজা রহমানকে আসামি করা হয়। মামলা দায়েরের পর আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আরিফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর ওইদিন রাতে ভাটারা থেকে মাহফুজাকেও গ্রেপ্তার করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।