ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

পঞ্চম দিনেও ৫৮৯ জনকে আদালতের মাধ্যমে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
পঞ্চম দিনেও ৫৮৯ জনকে আদালতের মাধ্যমে জরিমানা

ঢাকা: সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনেও ৫৮৯ জনকে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।  

সোমবার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া প্রত্যেককে একশ টাকা করে জরিমানা করেন।

 

জরিমানার টাকা জমা দিয়ে গ্রেফতাররা মুক্তি পান। এ নিয়ে লকডাউনের পাঁচদিনে আড়াই হাজারের বেশি ব্যক্তিকে আদালতের মাধ্যমে জরিমানা করা হলো।

মূলত ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে যাদের গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ও ৭৮ ধারায় পুলিশ অভিযোগ মামলা দিয়ে আদালতে হাজির করে পুলিশ।

সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম এ তথ্য জানান।

এরআগে একই আইনে ৪ জুলাই ৬৩৬ জনকে, ৩ জুলাই ৬০৭ জনকে এবং ২ জুলাই ৬২৯ জনকে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।