ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রী খুনে বোয়ালমারীর মহসীনের মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
স্ত্রী খুনে বোয়ালমারীর মহসীনের মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন

ঢাকা: স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরিদপুর জেলার বোয়ালমারীর মহসীন মোল্লার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মহসীন মোল্লার আপিল শুনানি শেষে বুধবার (০৭ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ রায় দেন।

একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাটাগড় এলাকার মহসীন মোল্লা ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি আকলিমাকে বিয়ে করেন। একই বছরের ১৮ আগস্ট খুন হন আকলিমা। এ ঘটনার পরদিন মহসীনকে ধরে পুলিশে দেয় স্থানীয় জনতা।

পরে এ মামলায় বিচার শেষে ২০০৬ সালের ১৮ এপ্রিল ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মহসীনকে মৃত্যুদণ্ড দেন।

এই রায় অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল করেন। শুনানি শেষে হাইকোর্ট ২০১২ সালের ২২ জানুয়ারি  মৃত্যুদণ্ড বহাল রাখেন।

ওই রায়ের বিরুদ্ধে মহসীন আপিল বিভাগে আবেদন করেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।