ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

১৪ জুলাই পর্যন্ত বন্ধ সুপ্রিম কোর্টের অফিস 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
১৪ জুলাই পর্যন্ত বন্ধ সুপ্রিম কোর্টের অফিস  সুপ্রিম কোর্ট

ঢাকা: করোনা ভাইরাসের প্রার্দুভাবজনিত রোগের বিস্তার রোধকল্পে ১৪ জুলাই পর‌্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অফিস বন্ধ থাকবে।

তবে অফিস বন্ধ থাকলেও আপিল বিভাগে ৮ ও ১২ জুলাই এবং হাইকোর্ট বিভাগে তিনটি বেঞ্চে বাসা থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজ চলবে।

 
 
এ বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর প্রার্দুভাবজনিত পরিস্থিতিতে গত ৩০ জুনের দেওয়া বিজ্ঞপ্তির কার‌্যকারিতা ১৪ জুলাই পর‌্যন্ত বর্ধিত করা হলো।  

৩০ জুনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, দেশব্যাপী করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড ১৯) এর বিস্তার রোধকল্পে ০১ জুলাই থেকে ৭ জুলাই পর‌্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিস বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে অফিসের পরিবহনে সীমিত সংখ্যক কর্মকর্তা/কর্মচারী অফিসে উপস্থিত থাকতে পারবে। সকল কর্মকর্তা/কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হলো।
 
বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
ইএস/আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।