ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

নোয়াখালীতে শিশু হত্যা: জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ৮, ২০২১
নোয়াখালীতে শিশু হত্যা: জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল

ঢাকা: ২০০৭ সালে নোয়াখালীর সুধারামের গোপীনাথপুর গ্রামের ৯ বছরের শিশু আরাফাত হোসেনকে হত্যা মামলায় আসামি মো. জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

তার আপিল খারিজ করে বৃহস্পতিবার (০৮ জুলাই) রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ।

আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবিএম বায়েজীদ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

আইনজীবীরা জানান, ২০০৭ সালের ১৩ মার্চ সন্ধ্যার পর গোপীনাথপুর গ্রামের শিশু এবং মাইজদী নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আরাফাত হোসেনকে (৯) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার পর পাশের কবরস্থানে ফেলে রাখেন জাহাঙ্গীর।

দুই দিন পর আরাফাতের বাবা বাবুল খান বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন।

১৮ মার্চ জাহাঙ্গীর হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরাফাতের বাবার সঙ্গে জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ওই শিশুকে হত্যা করেন বলে জবানবন্দিতে জাহাঙ্গীর স্বীকারোক্তি দেন।

এ মামলায় বিচার শেষে ২০০৮ সালের ২৮ জুলাই নোয়াখালীর আদালত মো. জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড দেন।

নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। পাশাপাশি আসামি আপিল করেন।

২০১৩ সালের ১৮ নভেম্বর জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেন জাহাঙ্গীর। বৃহস্পতিবার সেই আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।