ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

শিশু সন্তান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবার সাজা কমলো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
শিশু সন্তান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবার সাজা কমলো

ঢাকা: পটুয়াখালীর দশমিনায় ৮ বছরের শিশু শাকিল হোসেন হত্যা মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি শহিদ রাঢ়ীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

শিশু শকিলের বাবা আসামি শহিদের জেল আপিলের শুনানি শেষে মঙ্গলবার (১৩ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির ভার্চ্যুয়াল বেঞ্চ এ রায় দেন।

রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে শহিদকে অবিলম্বে কনডেম সেল থেকে বের করে সাধারণ সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

ঘূর্ণিঝড় সিডরে নিজের বাড়ি-ঘর ধ্বংস হয়ে যাওয়ায় পটুয়াখালীর দশমিনা উপজেলার চরগুনি গ্রামে শশুরবাড়িতে আশ্রয় নেন শহিদ রাঢ়ী। শশুরবাড়িতে থাকা অবস্থায় ভায়রার টাকা চুরির অভিযোগে শহিদকে মারধর করা হয়। এর জেরে রাগে-ক্ষোভে নিজের ছেলেকে দুই কিলোমিটার দূরে নিয়ে ২০০৮ সালের ২২ মে রাতে হত্যা করে শহিদ। এরপর বাড়িতে ফিরে স্ত্রীকে চাপ দেয় ছেলের জন্য। এ অবস্থায় পরদিন ছেলের মরদেহ উদ্ধার হওয়ায় শহিদকে আটক করে পুলিশে দেওয়া হয়।

পরদিন ২৩ মে মামলা হয়। এ মামলায় পটুয়াখালীর আদালত ২০০৯ সালের ১৪ মে শহিদকে মৃত্যুদণ্ড দেন। এ রায় অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। আর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন শহিদ। উভয় আবেদনের ওপর শুনানি শেষে ২০১৪ সালের ১৮ জুন হাইকোর্ট শহিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এ রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন শহিদ।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।