ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজের মৃত্যু কানিজ রেহনুমা রব্বানী

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধানী অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজ রেহনুমা রব্বানী (৩৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৪ জুলাই) ভোরে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংসু লাল রায় জানান, রাত সোয়া ৩টার দিকে তাকে নিয়ে আসা হয় এবং ভোর ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন।
কানিজ সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জের পিপি অ্যাভভোকেট শামসুন্নাহার বেগমের (শাহানা রব্বানী)  মেয়ে।

কানিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদহোসেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কানিজ রেহনুমা রব্বানী ২০১৭ সালের ১ জানুয়ারি হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তুর্ভুক্ত হন। তার স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।