ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

ঈদের আগে ২ দিন খোলা থাকবে হাইকোর্টের ফাইলিং-এফিডেভিট শাখা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
ঈদের আগে ২ দিন খোলা থাকবে হাইকোর্টের ফাইলিং-এফিডেভিট শাখা

ঢাকা: ঈদুল আজহার আগে রোববার ও সোমবার হাইকোর্ট বিভাগের ফাইলিং ও এফিডেভিট শাখার নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে। শুক্রবার (১৬ এপ্রিল) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৮ জুলাই (রোববার) ও ১৯ জুলাই (সোমবার) সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ফাইলিং শাখা ও এফিডেভিট শাখার নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীরা ও সংশ্লিষ্ট সবাইকে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করার নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।