ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

কক্সবাজারের হেফাজত নেতা মুকাররমের হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
কক্সবাজারের হেফাজত নেতা মুকাররমের হাইকোর্টে জামিন

ঢাকা: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকে গ্রেফতার করাকে কেন্দ্র করে কক্সবাজারে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় মাওলনা মুকাররমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

পৃথক মামলায় মঙ্গলবার (২৭ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাশেদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

মামুনুল হককে গ্রেফতারের ঘটনায় গত ৩ এপ্রিল কক্সবাজারে হেফাজতে ইসলামী বিক্ষোভ মিছিল করে। সেখানে মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের ওপর হামলা, কিছু স্থাপনা ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা হয়। এ মামলায় ৫ এপ্রিল পুলিশ মাওলানা মুকাররমকে গ্রেফতার করে। এ দুই মামলায় মাওলানা মুকাররমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।