ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: জামিন পাননি শিক্ষক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: জামিন পাননি শিক্ষক

ঢাকা: স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় খুলনার স্কুল শিক্ষক কিরণ চন্দ্র মন্ডলের জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বিচারপতি জে বি এম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৭ জুলাই) এ আদেশ দেন।

আদালতে শিক্ষকের পক্ষে আইনজীবী ছিলেন রুহুল কুদ্দুস কাজল ও জি এম নজরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

প্রাইভেট পড়ানোর সময় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২২ মে কিরণ চন্দ্রের বিরুদ্ধে মামলা হয়। পরদিন ২৩ মে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

২৪ মে হাসপাতালে ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাননি চিকিৎসক। এই মেডিকেল রিপোর্ট উপস্থাপন করে ওই শিক্ষকের জামিন আবেদন করা হয় হাইকোর্টে। আদালত জামিন না দিয়ে আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।