ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

করোনাকালে মৃত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
করোনাকালে মৃত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে নোটিশ

ঢাকা: করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মারা যাওয়া চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের একটি তালিকা তৈরি করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

একইসঙ্গে করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যের যেসব পেশাজীবী জীবন উৎসর্গ করেছেন তাদের পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনিছুর রহমানের পক্ষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস মঙ্গলবার (২৭ জুলাই) সিনিয়র অর্থ সচিব, স্বাস্থ্যসচিব (স্বাস্থ্য সুরক্ষা বিভাগ) ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে এ বিষয়ে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে।


নোটিশে ‘করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা গ্রহণ’ সংক্রান্ত গত বছরের ১৯ এপ্রিলের পরিপত্রটি পুনর্বহালের অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।