ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

করোনায় ঝালকাঠির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
করোনায় ঝালকাঠির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যু সানিয়া আক্তার

ঢাকা: করোনা আক্রান্ত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার ইন্তেকাল করেছেন।

বুধবার ১১ টায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

 হাসপাতা‌লের প‌রিচালক ডা. মো.সাইফুল ইসলাম জানান, তি‌নি সাত মা‌সের অন্তঃসত্তা ছি‌লেন।   

তা‌র স্বামী ‌কে এইচ এম  ইমরানুর রহমানও ঝালকা‌ঠির সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌ষ্ট্রেট।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করছেন। বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন প্রধান বিচারপতি।  

বাংলাদেশ সময় ঘণ্টা: ১১৫৫ জুলাই ২৮, ২০২১ 
এমএস/ইএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।