ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

পার্সেলে আমেরিকায় ইয়াবা পাচার, প্রবাসীকে জামিন দেননি হাইকোর্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
পার্সেলে আমেরিকায় ইয়াবা পাচার, প্রবাসীকে জামিন দেননি হাইকোর্ট

ঢাকা: পার্সেল পোস্টের মাধ্যমে আমেরিকায় ইয়াবা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আমেরিকা প্রবাসী মো. আতাউল করিম ওরফে আলমগীরের জামিনের আবেদন আদালতের কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের ভার্চ্যুয়াল একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবদেনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নূর-ই- আলম উজ্জল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল হক।
 
চলতি বছরে আমেরিকায় পাঠানোর উদ্দেশে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ডাকঘরে একটি পার্সেল পোস্ট করা হয়। ওই পার্সেল গত ২১ মে পরীক্ষা করা হয়। তাতে দেখা যায় এক হাজার ৪৪৬ পিস ইয়াবা রয়েছে।

এ ঘটনায় ওই দিনই একটি মামলা হয়। এতে দুই আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ কাফরুল থেকে আমেরিকা প্রবাসী মো. আতাউল করিম ওরফে আলমগীরকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।