ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় মডেল পিয়াসার ১০ দিনের রিমান্ড আবেদন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
মাদক মামলায় মডেল পিয়াসার ১০ দিনের রিমান্ড আবেদন  মডেল পিয়াসা

ঢাকা: মাদক মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।  

সোমবার (০২ আগস্ট) গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দীক রিমান্ডের এই আবেদন করেন।

বিকেলেই এই রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।  

রোববার (০১ আগস্ট) রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর গুলশান থানাধীন বারিধারার ৯ নম্বর রোড এলাকায় তার বাসায় অভিযান চালায়।

ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম জানান, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হয়েছে। এ সময় বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ পিয়াসাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
কেআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।