ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

নিয়োগ চেয়ে ৩৯ বিসিএস উত্তীর্ণদের রিট কার্যতালিকা থেকে বাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
নিয়োগ চেয়ে ৩৯ বিসিএস উত্তীর্ণদের রিট কার্যতালিকা থেকে বাদ

ঢাকা: আরও চার হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এমন ঘোষণার প্রেক্ষাপটে ৩৯তম বিসিএস (বিশেষ) উত্তীর্ণদের মধ্য থেকে নিয়োগের নির্দেশনা চেয়ে দাখিল করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৯ জুলাই ৩৯তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসক রাফাত মো. নুরুল ইসলামসহ এক হাজার ৩৬০ চিকিৎসকের পক্ষে এ রিট আবেদন করা হয়েছিল।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও মো. মশিউর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

২০১৮ সালে ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় চূড়ান্তভাবে সহকারী সার্জন পদে উত্তীর্ণ হন ১৩ হাজার ২১৯ চিকিৎসক। সেখান থেকে প্রথম দফায় চার হাজার ৫৪২ জন চিকিৎসককে নিয়োগ দেয় সরকার। বাকি সাত হাজার ৬৭৭ জনের ক্ষেত্রে বলা হয়, শূন্য পদ না থাকার কারণে তাদের নিয়োগের বিষয়ে সুপারিশ করা গেল না।

এরপর গত বছর করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

গত ২৬ জুলাই মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মহামারি মোকাবিলায় দেশে চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর তারা এ রিট করেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।