ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে হেফাজতের ৪ জনের জামিন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
হাইকোর্টে হেফাজতের ৪ জনের জামিন 

ঢাকা: চট্টগ্রামের পটিয়া এবং বাগেরহাটের মোল্লাহাট থানার হেফাজতের চার জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।  মঙ্গলবার (০৩ আগস্ট)  বিচারপতি জে বি এম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ জামিন দিয়েছেন।

 

জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী ও অ্যাডভোকেট মো. মেহেদী হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

২৬ মার্চ বিকেলে হেফাজতের কর্মীরা মিছিল বের করে। তারা চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালিয়েছেন- এমন অভিযোগ এনে ৩০ মার্চ পটিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বাদী হয়ে হেফাজতের ৭০০  নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গত ১০ এপ্রিল মাওলানা মুফতি আরিফুল ইসলাম, ইমতিয়াজ হোসেন ও মো. বেলাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।  

এদিকে হেফাজত কর্মী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আসত্মাইল গ্রামের মনির সরদারকে মোল্লাহাট থানায় করা মামলায় ২২ এপ্রিল পুলিশ  গ্রেফতার করে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ঘণ্টা, আগস্ট ০৩,২০২১
ইএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।